মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ফুটবল টুনামেন্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাইকরাটি ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান।
সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতউল্লাহ খান, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মুরাদ, মোজাম্মেল হোসেন রোকন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাদশাগঞ্জ ডিগ্রি করেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম চৌধুরী, বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাল উদ্দিন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওয়াহিদ মিয়া, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্চয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, চামারদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, জেলা যুবলীগ সদস্য আবুল আজাদ, শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, উপজেলা শ্রমিক লীগের নেতা সাজিদুল রহমান সাজু, জামালগঞ্জ ভীমখালী ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক খোকন হাসান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ধর্মপাশা সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি শাহ আলাউদ্দিন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনসহ বিভিন্ন পেশাজীবি।
আলোচনা সভার পর বাদশাগঞ্জ বনাম বারহাট্টা ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এতে বাদশাগঞ্জ ৪ গোলে বিজয়ী হয়।