শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
পবিত্র হজ্ব পালনে সৌদী আরব গিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ও তাহার স্ত্রী জুলেখা মান্নান।
রবিবার সকাল ৭টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি পবিত্র হজ্বে যাওয়ার প্রাক্কালে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি পবিত্র হজ্ব পালন কালে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করবেন। পবিত্র হজ্ব পালন শেষে আগামী ২৮ আগস্ট দেশে ফিরবেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত রাজনৈতিক সচিব মোঃ হাসনাত হোসেন বিষয়টি এ প্রতিবেদককে জানিয়েছেন।
তিনি জানান সময় স্বল্পতার কারণে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি শুভাকাক্সক্ষীদের সাথে সাক্ষাৎ ও যোগাযোগ করতে পারেন নি।