শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়জনে উক্ত ফলদ বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আমিরুল বাহরাইন, অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ আব্দুল মনাফ, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালা উদ্দিন টিপু।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, মোঃ নুরুল হক, শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার, আবুল কালাম আজাদ, আবু তাহের, রাহুল তালুকদার, দিরেন্দ্র কর, শান্তনা আক্তার, মোঃ জুয়েল রানা, প্রতাপ দত্ত প্রমূখ।