শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
ক্ষমতায় এসেই দেশের সরকারি সংবাদ মাধ্যম পাকিস্তান টিভি এবং রেডিও পাকিস্তানকে পুরোপুরি সম্পাদকীয় স্বাধীনতা দিল ইমরান খান সরকার।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পাকিস্তানের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরি টুইটারে জানান, তার মন্ত্রণালয় আগামী তিন মাসে যাবতীয় পদক্ষেপ সম্পন্ন করবে।
নওয়াজ শরিফের সরকারও এমন প্রতিশ্রুতি দিয়েছিল। কাজের কাজ হয়নি। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, পাকিস্তান টিভির উপরে রাজনৈতিক সেন্সরশিপ বন্ধ করতে চান ইমরান খান। পি টিভি ও রেডিও পাকিস্তানকে সম্পাদকীয় স্বাধীনতা দিতে আগামী তিন মাসে তার মন্ত্রণালয় পদক্ষেপ করতে চলেছে। ইতোমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রীর মতে, এই প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে আর ‘সরকারের ব্যক্তিগত সম্পত্তি’ হিসেবে দেখা হবে না। পাকিস্তানের ইতিবাচক ছবি তুলে ধরবে তারা।