রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
বাংলাদেশের অন্যতম প্রবীণ আলেমে দীন শায়খ নোমান আহমদ আজ (মঙ্গলবার) সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ায় ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷
তিনি শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ. এর অন্যতম খলিফা ছিলেন। শতবর্ষি এই বুজুর্গ জীবদ্দশায় দীনের নানামুখি খেদমতে জড়িয়ে ছিলেন৷
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভুমিকা রাখেন। রাজনৈতিক ময়দানে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ছিলেন।
চট্রগ্রামের পটিয়া উপজেলার আলামদার পাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা আশারাফুল উলূম বড় কাটরা, চট্রগ্রাম মোজাহেরুল উলূম, বান্দরবান মাদরাসার সাবেক উস্তাদ। শাইখুল হাদীস নূতনভাগ মাদরাসা, ঢাকা।