রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি।
বৃহ¯পতিবার বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার ৪০টি স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। তিনি প্রতি স্টল ঘুরে-ঘুরে দেখেন ও সবার সাথে কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, দক্ষিণ সুনামগঞ্জ সোনালী ব্যাংক ম্যানেজার সুমন ভট্টাচার্য, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ।