সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের ইটের আঘাতে একলাসুর রহমান (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাগলী গ্রামে এই ঘটনা ঘটে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাগলী গ্রামের এখলাসুর রহমান ও একই গ্রামের আলাল মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইট দিয়ে এখলাসুর রহমানের বুকে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।