মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
কেএম কামরুজ্জামান
এই হাসিটার মূল্য কতো,
ধরায় মানব আছো যতো।
কেউ কি তাহা জানো,
মায়ের আদর যায়না ভূলা,
সুখ আচলে দেয় যে দোলা।
সবাই কি তাহা মানো।
দুঃখ যাতনা নেয় চুশিয়ে,
একটু আদর দেয় পুশিয়ে।
ডাকেন স্নেহের সুরে,
সেই দরদী মায়ের সোহাগ,
একটু শাসন রাগ অনুরাগ।
আছেন হৃদয় জুড়ে।
হবে না সেই ঋণ পরিশোধ,
বুঝবো কখন আসবে বোধ।
হিসাব মিলাও বুঝে,
শোধ হবেনা একটু সুতা,
চামড়া দিয়ে বানাই জুতা।
পাবেনা কেউ খোঁজে।
হাসেন মায়ে দুঃখ পেয়ে,
করতে লালন ছেলে-মেয়ে।
একটু ভেবে দেখো,
বেহেস্ত হবে মূল্যে যাহার,
পাবেনা কেউ তুল্য তাহার।
আপন জেনে রেখো।