বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এবং সব ধরনের সহিংসতা হতে বিরত থাকা,সু-সৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে মাথা উচু করে বাঁচার একটি নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে গতকাল বুধবার বিকেল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ের ইউনিয়ন পরিষদ হল রুমে পূর্ব পাগলা ইউনিয়নের আওয়ামীলীগ, বিএনপি, উজ্জীবক, নারী নেত্রী,ইয়ূথ লিডার্স, স্হানীয় গণ্যমাণ্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে “সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা” অনুষ্টিত হয়।
এতে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আঞ্চলিক সমন্বয়কারী মো. আব্দুল হালিম, ডেমুক্রেসিক ইন্টারন্যাশনাল-এর আঞ্চলিক সমন্বয়কারী রাহিমা বেগম, পূর্ব পাগলা আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুল করিম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাদেক হোসেন, শ্রমীক লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি, উজ্জীবক ও ইউনিয়নের কন্যাশিশু এডভোকেসী ফোরামের সভাপতি ইরান উদ্দিন, উপজেলা ও ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউপি সদস্য আবদাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক ও বর্তমান পূর্ব পাগলা ইউনিয়েন প্যানেল চেয়াারম্যান ইয়াহিয়া আহমেদ সুমন, যুবদল নেতা ইসলাম উদ্দিন, পূর্ব পাগলা বর্তমান ইউপি সদস্য আজির উদ্দিন, ছোরাব মিয়া, উজ্জীবক আব্দুল মালিক, আপ্তাব মিয়া, তফজ্জুল হোসেন, নারীনেত্রী সাফিয়া বেগম, লাকী বেগম প্রমুখ, ইয়ূথ লিডার্স শৈলেন সূত্রধর, প্রদীপ দাশ। গণ্যমাণ্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।