বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এম এ মান্নানের পক্ষে মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সফি উল্লাহ ও উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির ব্যক্তিগত রাজনৈতিক সচিব মোঃ হাসনাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণ সুনামগঞ্জ শাখার সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহ, জাতীয়পার্টির উপজেলা শাখার সভাপতি মোঃ হারুন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, খেলাফত মজলিস, জাতীয়পার্টিসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাত পাখা মার্কা) মনোনিত সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে মোঃ মুহিব্বুল হক আজাদ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।