বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
প্রাচীন লাউড় রাজ্যের রাজধানী সুনামগঞ্জের তাহিরপুরের হলহলিয়ার হাওলি দূর্গ ও ব্রাম্মণগাঁও রাজবাড়ি থেকে দু’মুখি বিষধর কালো সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে প্রতœততœ অধিদফতরের লোকজন খননকালে একে এক ২০টি বিষধর সাপ উদ্ধার করেন।
প্রতœততœ অধিদফতর চট্রগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান জানান, হলহলিয়ায় মাটির নিচে ধেবে থাকা রাজবাড়ির একটি সীমানা প্রাচীর শনিবার বিকেলে খননকালে প্রতœততœ অধিদফতরের লোকজন এবং স্থানীয় শ্রমিকরা একে একে ছোট বড় ২০টি বিষধর সাপ উদ্ধার করেন। তিনি আরো বলেন, এ ধরণের কিংবা অন্যান্য প্রজাতির আরো একাধিক সাপ রাজবাড়িতে থাকতে পারে।
স্থানীয় লোকজন জানান, প্রতিটি সাপ কালো রঙের ও দু’থেকে দেড় ফুট লম্বা হবে, প্রতিটি সাপের সামনে ও পেছনে মুখ রয়েছে।
উদ্ধারকৃত সাপগুলো কোন প্রজাতির এ বিষয়ে স্থানীয় লোকজন কোন ধারণা দিতে পারেন নি। পরবর্তীতে সাপগুলোকে মেরে মাটিতে পুতে রাখা হয়।