রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (মঙ্গলবার) রাতে লন্ডন সফরে যাচ্ছেন। রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল আউয়াল মিন্টুসহ আরো একজন উপদেষ্টা এ সফরে যুক্ত হতে পারেন বলে দলের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এবং গৃহকর্মী ফাতেমা বেগমও সঙ্গে যাবেন।