বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নারী সমাবেশ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার আব্দুল মুকিত চৌধুরীর উঠানে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী।
‘বিশ্বনেত্রী শেখ হাসিনার নৌকা, আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাইলে বঙ্গবন্ধুর নৌকাকে বিজয় করতে হবে। বঙ্গবন্ধুর নৌকাকে আবারও ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগকে বিজয় করতে হবে, আসুন সবাই মিলে নৌকার পক্ষে কাজ করি’ একথা বলেন প্রধান আব্দুল মুকিত চৌধুরী।
নারী সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউপি সাবেক ইউপি সদস্যা আয়শা সিদ্দিকা, সদর ইউপি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাজিনা আক্তার সঞ্চালনায় বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেত্রী পারভীন আক্তার, হাসিনা আক্তার, বিউটি রানী, জামিলা, রহিমা, জোসনা, বানী রানী, কবিতা, আয়না, রেবেকা, পলি রানীসহ বিভিন্ন ইউনিয়নের নারী নেতৃবৃন্দ।