শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পথসভায় বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন ধানের শীষ প্রতিকে ভোট চাইলেন।
শুক্রবার সকালে জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রাম ও বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লালবাজার, লক্ষীপুর, ফেনারবাক, নাজিম নগর, মল্লিকপুর, কলকতখা ও নোয়াগাও বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পথসভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সামছুল আলম তালুকদার ঝুনু মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মামুন ওর রশিদ শান্তু, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল হক আফিন্দী, সাবেক সভাপতি মো. মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির নেতা শাহজাহান, বিএনপির নেতা আজিজুর রহমান আজিজ, সদর ইউপি সভাপতি মো. নাজিম উদ্দিন প্রমূখ।