শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এ আসনে তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণতন্ত্রীপার্টির গুলজার আহমদ ড. জয়া সেনগুপ্তা এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা আর জয়-পরাজয় থাকবেই। আর বিজয়ী যিনি হন, তাকে অবশ্যই অভিনন্দন জানিয়ে ভালো একটি সংস্কৃতি চালু করতে হবে। যাতে করে সমাজের সবাই একটি আদর্শ সংস্কৃতি নিয়ে বেঁচে থাকে। তিনি ড. জয়া সেনগুপ্তা এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।