সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
ডেস্ক: শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে এ শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও শপথ নেন। সকাল ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর আগে তিনি নিজেও নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সামনে রেখে সংসদ ভবনজুড়ে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়।