জিয়াউর, কানাইঘাট থেকে:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশের প্রতিটি উপজেলায়। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নির্বাচন কমিশনের। চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন। উপজেলার প্রায় প্রতিটি জনপদে প্রার্থীদের পোস্টার ব্যানার শোভা পাচ্ছে।
উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার খবরে বিশেষ করে এলাকার তরুণ ও সর্বস্থরের ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে আনান্দ উৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খায়ের চৌধুরীকে নিয়ে চলছে নানা সম্ভাবনার কথা। রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, খায়ের চৌধুরী তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগে একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে। তাই আসন্ন এ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে লড়তে চান খায়ের চৌধুরী।