শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
সাইফ উল্লাহ:
সুস্থ দেহ সুন্দর মন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামানের সঞ্চালনায় প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল কবির, কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, মৎস্য কর্মকর্তা অসিত পন্ডিত, প্রাথমিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিত মাস্টার , সাবেক সদস্য বাহাব উদ্দিন, শৈলেন্দ্র দেবনাথ, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ প্রমুখ।
জানা যায়, ২২ ও ২৩ তারিখ দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে এতে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা সহ চারটি দল অংশগ্রহণ করে। ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মো. মোস্তফা কামাল খান। জাতীয় সংঙ্গীতের মাধ্যমে অনুষ্টানের শুভ সুচনা করেন প্রধান অতিথি মো. শামীম আল ইমরান।