শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে একাধিক প্রার্থী জীবন বৃত্তান্ত জমা দিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছেন দলের নেতাকর্মীরা। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন দলীয় মনোনয়ন চেয়ে তাদের জীবন বৃত্তান্ত দাখিল করেছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রর্থীরা হলেন তাহিরপুর উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খান, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান আখঞ্জি, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আখঞ্জি, বাদাঘাট ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রহমান তালুকদার, আ.লীগ নেতা অনুপম রায়।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, বালিজুরী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিলন তালুকদার, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, উত্তম পুরকায়স্থ দলীয় মনোনয়ন চেয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন চেয়েছেন সেলিনা আক্তার, রেবা আক্তার, বিউটি রানী সরকার, হেনা আক্তার, মল্লিকা খাতুন।