মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম, বরেণ্য আলেম দ্বীন, মুফতি মাওলানা আবুল কালাম যাকারিয়া বুধবার রাত আনুমানিক ২টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থেকে ফেরার পথে রাজনগর উপজেলার এক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হন। উল্টো দিক থেকে আসা ট্রাকটি তাকে বহনকারী প্রাইভেট কারের পার্শ্বে আঘাত করে চলে যায়। ফলে গাড়ির গ্লাস ভেঙ্গে গিয়ে ড্রাইভারসহ তিনি আহত হন। দুর্ঘটনার কিছুক্ষণ পর পাশ দিয়ে আরেক গাড়ি যাওয়ার মুহূর্তে আহতাবস্থা দেখে গাড়ির চালক আহতদেরকে নিজ গাড়িতে করে সিলেট নিয়ে আসে এবং সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করে। বর্তমান তাদের অবস্থা অনেকটা ভালো।
জানা যায়, দুর্ঘটনায় মাওলানা আবুল কালাম যাকারিয়ার মাথা, হাতের কনুই, হাটুতে গ্লাস ভেঙে জখম হয়েছে, তবে তা এত গুরুতর নয়। তিনি কথা বলছেন স্বাভাবিকভাবে। বুকে ব্যথা আছে একটু বেশি। হুজুরের ধারণা প্রচ- ঝাঁকুনির কারণে এই ব্যথা। এক্সরে করা হয়েছে, রিপোর্ট স্বাভাবিক।