শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
দিরাই উপজেলা খাদিমুল কোরআনের তাফসির অনুষ্ঠিত
আমার সুরমা ডটকম:
‘জীবন সাধনার মাধ্যমে যারা মানুষকে হেদায়তের বাণি শোনান, তাদের কথায় এর প্রভাব অনুভূত হয়। আর তা না হলে কোন কথাই কাজে আসে না।’
দিরাই উপজেলা খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বিএডিসি মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা ইলিয়াছ আহমদ ও মাওলানা হিফজুর রহমানের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদির সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল খয়ের বিতঙ্গলি, মাওলানা আজিজুল ইসলাম ঢাকা, মার্কাজুল উলূম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শুয়ােইব আহমদ, চান্দিপুর জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা হাফিজ আমিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন আহমদ, পরিষদের সভাপতি হাফিয আকমল হোসেন, মাওলানা আবিদুর রহমান প্রমুখ।