শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ আওয়ামী লীগের দলীয় নৌকা মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাচনা বাজার ইউপি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ও বর্তমান ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ স্বতন্ত্র প্রার্থী।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন গোলাম জিলানী আফিন্দী, আকবর হোসেন, এসএম মোর্শেদ তালুকদার, মো. সিদ্দিকুর রহমান, শাহাব উদ্দিন, মো. জসিম উদ্দিন, জুবায়ের আবেদীন, আব্দুল কদ্দুস, মো. আব্দুল আহাদ, মো. আসাদুল আলম সিদ্দিকী, মো. আব্দুল আউয়াল।
জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার, বীনা রানী তালুকদার, মোছা. সুহেলা আক্তার, রুনা লায়লা, চৌধুরী শারমীন রহমান, শারমিন সুলতানা, রাবেয়া সিদ্দিকাসহ সমর্থক ও শুভানুধ্যায়ীদের নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সকাল হতে বিকেল ৫ ঘটিকায় সুধীজনদের নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান সিদ্দিকী প্রমূখ।