সোমবার, ০৭ Jul ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
কুতবে জামান আল্লামা আমিন উদ্দিন শায়খে কাতিয়া রহ.-এর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া দারুল উলূম অলৈইতলী ও কাতিয়ার বার্ষিক ইসলামি মহাসম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মাদরাসার মুহতামিম হাফিয মাওলানা আমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আওলাদে রাসূল আল্লামা আসজাদ মাদানী ভারত।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন দারুল উলূম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশি, মাওলানা আব্দুশ শহিদ গলমুকাপনী, মারকাজুল উলূম মাদরাসা লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ প্রমুখ।