শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রী ও এক নববধূসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশসহ প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৩টার দিকে যাত্রীবাহী মিনিবাস ঢাকা মেট্রো- জ-১১-১৯৯২ সিলেট-ঢাকা মহাসড়কের বদিকোনা নামক স্থানে অটোরিক্সা (সিএনজি) সিলেট- থ-১২-৫৯৩৮ কে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার ৫ জন যাত্রীসহ চালক আহত হন। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
গুরুতর আহত সিলাম মোহাম্মদপুর এলাকার সৈয়দ মোজাম্মিল আলীর কন্যা, দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী লিমা বেগম (১৮), একই গ্রামের মৃত লিয়াকত হোসেনের কন্যা, নুরজাহান মেমোরিয়ার মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আয়েশা সিদ্দিকী চাদনী (১৭) ও তাদের ভাবী জুবায়ের হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত রবিবার তাসলিমার বিয়ে হয়।
লিমা ও আয়েশা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তাসলিমা আক্তার সোবহানীঘাটস্থ ওয়েসিস হাসপাতালে মারা যান। নিহত লিমা ও আয়েশা চাচাতো বোন।
আহত ৩ জনের মধ্যে সামি, নিহত তাসলিমার স্বামী জুবায়ের হোসেন ও সিএনজি চালক চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর প্রায় ঘন্টাখানেক সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করে থানায় নিয়ে আসে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) জেদান আল মুসা সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।