সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ছাত্র জমিয়তের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত দিরাই সরমঙ্গল ইউপি চেয়ারম্যান জুয়েল সাময়িক বরখাস্ত দিরাইয়ের প্রবীণ আলিম মাওলানা মিন্নত আলীর ইন্তেকাল দরগাহপুর মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন বিজ্ঞান ও টেকনোলজিতে মুসলমানদের অধ:পতন : কারণ ও প্রতিকার জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার
দক্ষিণ সুনামগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দক্ষিণ সুনামগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ সুনামগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যালী পরবর্তী শান্তিগঞ্জস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তকব অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার দাশ, খাদ্য কর্মকর্তা রোমানা আফরোজ একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত আলী, একটি বাড়ী একটি খামার কর্মকর্তা রফিকুল ইসলাম, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, যুব উন্নয়ন অফিসের সহকারী নজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মো: জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি অফিসের অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ সেলিম আহমদ, তেঘরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইলা রানী প্রমুখ।

এ সময় আরও বিভিন্ন সংগঠনের মধ্যে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন আব্দুল মজিদ, খেলাঘর, সুরমা যুব উন্নয়ন সংস্থা, উদীচী, তেঘরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এনামুল কবির, আব্দুল মজিদ কলেজের প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, প্রভাষক অজয় দাশ, উদীচীর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যামল দেব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সোয়েব আহমদ জায়গীরদার, দুলন দেবনাথ, জয়ন্ত দেবনাথ, জয় চন্দ, মান্না তালুকদার, আশা পাগলা বাজার শাখার ম্যানেজার প্রদোশ দাশ প্রমুখ।

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃতি, সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির গীর্জা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com