রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
শাগরিদে মাদানী শায়খ তৌহিদ আলী রহ.-এর স্মৃতি বিজড়িত সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জামিয়া ইসলামিয়া আরাবিয়া ঝিগলীর ৬০তম বৎসর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপি ৬১তম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন ২২ ও ২৩ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শায়খ মাওলানা মুহসিন আহমদ কৌড়িয়া, শায়খ মাওলানা নূরুল ইসলাম বিশ্বনাথী, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ বোর্ডের মহাসচিব শায়খ মাওলানা আব্দুল বছির, শায়খ মাওলানা জমির উদ্দিন কাতিয়া, শায়খ মাওলানা আব্দুর রাজ্জাক সৈয়দপুর ও শায়খ মাওলানা আব্দুল কাদির জামালগঞ্জীর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপি আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ আযহার আল মাদানী ভারত।
মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিয মাওলানা সাইদুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বয়ান পেশ করেন আল্লামা নূর হোসাইন ক্বাসিমী ঢাকা, আল্লামা নূরুল ইমলাম খান সুনামগঞ্জ, মাওলানা বদরুল আলম চ-িপুরী, মাওলানা আব্দুর রহমান ব্যানার্জি বরিশাল, মারকাজুল উলূম মাদরাসা লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ, হাফিয মাওলানা আব্দুল গাফফার লন্ডন, মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, হাফিয মাওলানা জুনাইদ আহমদ কিয়ামপুরী, মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুর প্রমুখ।