শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৪শ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় শিমুলবাক ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ (২০১৮-২০১৯)-এর আওতায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, সাংবাদিক হোসাইন আহমদ, ইউনিয়ন পরিষদ সচিব মিতালী বেগম তালুকদার, সুমন তালুকদার, শিক্ষক সালেহ আহমদ, এমএমসি সভাপতি আবুল লেইছ, আঙ্গুর মিয়া, শাহনুর হোসাইন, ইউপি সদস্য মো. মিজানুর রহমান, মোজাহিদ আলী, নুরুল আমীন, আরজান আলী, হায়াতুল ইসলাম, কিলকিছ আক্তার, ইউনিয়ন কো-অর্ডিনেটর হোসেন আহমদ, উদ্যোক্ত মোমেন, সাজু মিয়া প্রমুখ।