সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দেখার হাওরে বোর ফসল ঝুকির্পূণ এবং বাঁধের টাকা লোপাট কারীদের বিচার কর, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতা আজাদ হত্যার মূল হোতাদের অবিলম্বে গ্রেফতার ও বিচার কর করতে হবে এই শ্লোগানকে সামনে রেখে, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি এডভোকেট বজলুল মজিদ চৌধুরীর খসরুর সভাপতিত্বে ও সালেহীন চৌধুরী শুভর উপস্থাপনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা নারীনেত্রী শীলা রায়, বিকাশ চৌধুরী বানু, রমেন্দ্র কুমার দে মিন্টু, সহ-সভাপতি সুকেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন (সুজন)-এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, সাবেক ইউপি চেয়ারম্যান বখলুল বখত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা ও প্রভাষক দুলাল মিয়া, সাবেক ইউপি-সদস্য হাবিবুর রহমান হাবিব, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী আবু সাইদ, নিহত আজাদের ভাই রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, গত কয়েক দিনের হালকা বৃষ্টিপাতের কারণে অধিকাংশ বাঁধই ফেটে গর্ত হয়ে ঝুঁকির্পূণ হয়ে গেছে। যে কোন সময় হাওরে পানি ঢুকে ফসল হানির সম্ভাবনা রয়েছে। ফসল ঘরে তুলার আগ পর্যন্ত কোন পিআইসিকে যেন ফাইনাল বিল দেওয়া না হয়।