মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সাত দফা দাবিতে সিলেট বিভাগে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির আহ্বানে কর্মবিরতি অংশ হিসাবে সিলেট ঢাকা,সিলেট সুনামগঞ্জসহ সুনামগঞ্জের আঞ্চলিক সড়কগুলোতে সকল যানবাহন চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মবিরিতি চলবে। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে সকাল হতে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জসহ সিলেট বিভাগের সব জেলায় কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সডক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। সডক পরিবহন শ্রমিক ফেডারেশনের সুনামগঞ্জ শাখার নেতারা জানান, সংগঠনের বিভাগীয় কমিটির আহ্বানে এই কর্মবিরতি চলছে। সুনামগঞ্জ থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ থাকবে ।