বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
মুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি সদস্য গণের কার্যপরিধি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
গতকাল (৩০ এপ্রিল) সকাল ১০ ঘটিকার উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ, সুনামগঞ্জ জেলা এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প-এর সহযোগিতায় জামালগঞ্জ উত্তর এবং ভীমখালী ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি সদস্যগণের কার্যপরিধি বিষয়ক এবং গ্রাম পুলিশ সদস্যদের ইউনিয়ন পরিষদে সেবা প্রদান ও প্রতিরক্ষা বিষয়ক অবহিতকরণ কর্মশালা আয়োজনে জামালগঞ্জ উপজেলা প্রশাসন।
অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ এমরান হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল আলম, ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফয়সাল আহমেদ চৌধুরী, ডিএফ সুনামগঞ্জ মাজহারুল কবির, আবুল ফারহা মোঃ সালেহ, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার প্রমূখ।