রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
জামালগঞ্জে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হবে। কোন ঘর বাকী থাকবেনা ইনশাল্লাহ। সোনাপুর, চাঁনপুর, পশ্চিম লক্ষীপুর ৩টি গ্রামে ৪ শত ৯০টি পরিবারে ১ কোটি ৫৭ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধনকালে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এ কথা বলেন।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ৩ গ্রামে বিদ্যুৎতায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোনাপুর গ্রামে বিদ্যুতায়ন উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, জামালগঞ্জ পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. কামরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী এম নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, এমপির ব্যাক্তিগত সহকারী ইঞ্জিনিয়ার বাবুল আক্তার প্রমূখ।
অপরদিকে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্ভোধন করেন এমপি রতন।