সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর ছোট চাচা প্রধান শিক্ষক আব্দুল ওহাব (৭০) সোমবার সন্ধ্যায় ৭.৩০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্তান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
মঙ্গলবার ২.৩০ ঘটিকার সময় ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের নওধার গ্রামে হাওর বাংলা ভবণে হাজার হাজার মানুষের ঢলে জানাজার নামজ অনুষ্ঠিত হয়। জানাজার শেষে নওধার পারিবারি কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, আব্দুল ওহাব (৭০) নেত্রকোণা জেলা হিরণপুর উচ্চ বিদ্যালয়ে থেকে প্রধান শিক্ষক পদে অবসর গ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন কন্যা অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের মাকফেরাত কামনা করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মোহনগঞ্জ উপজেলার চেয়ারম্যান শহিদ ইকবাল, ধর্মপাশা উপজেলার চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যাক্ষ শামসুদ্দিন আহমেদ, অধ্যাক্ষ কামরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন, ফেরদৌসুর রহমান, সেলিম আহমেদ, সঞ্জয় রায় চৌধুরী, প্রভাষক ও আওয়ামী লীগ নেতা ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, মধ্যনগর থানার যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, বংশীকুন্দা উত্তর ইউপি আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, সমাজ সেবক খাইরুল বশর ঠাকুর খান, সাবেক ধর্মপাশা উপজেলার যুগ্ম আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটনসহ শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।