মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নবাগত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমানসহ ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অতিথি বৃন্দেকে ফুলের তুরণ দিয়ে বরণ করেন উদ্যোক্তা ফোরামের নেতৃবৃন্দ।
সংবর্ধনা প্রদান করেন নবাগত উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনকে এ সময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফোরামের সভাপতি শফিকুল ইসলাম সবুজ, সহ-সভাপতি মানিক মিয়া, আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক জিয়াদুল, সোহেল, সোহাগসহ অনেকেই।
আয়োজনে নবগত উপজেলার চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন অভিনন্দন জানান।