সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে জায়গা দখলের অপচেষ্টায় সংঘটিত গোলাগুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত একজনের জামিন না মঞ্জুর করার প্রায় একঘণ্টা পরই তাকে জামিন দেয়া হয়।
দিরাই থানা ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর গ্রামে ১৩ মে রোববার বিকেল অনুমান ৫টায় গ্রামের মোঃ আলমগীর হোসেন ও ছালিক মিয়ার মধ্যে জায়গা দখল নিয়ে এক সংঘর্ষ হয়। এতে ছালিক মিয়ার লোকজন বন্দুক ব্যবহার করে বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৭, ১৪/০৫/২০১৯ ইংরেজি। ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৪২৭/৩৫৪/১১৪/৫০৬, পেনাল কোড-১৮৬০।
সূত্র মতে, বিবাদী ছালিক মিয়ার লোকজন মোঃ আলমগীর হোসেনের নি¤œ তফসিল বর্ণিত গরমা মৌজার জেএলনং-১২৩, খতিয়ান নং-৪৯৯, দাগ নং-৩২৮৭, পরিমাণ ১০ শতক চারা রকম জায়গাটি জোরপূর্বক দখল করতে নানা কলাকৌশল করে যাচ্ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার দিন উক্ত জায়গাটি দখল করতে আসলে এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছালিক মিয়ার লোকজন বন্দুকসহ দেশীয় অস্ত্র ব্যবহার করার বিষয়টি মামলার এজহারে উল্লেখ করা হয়।
এতে গুলিবিদ্ধসহ আহত হন মোঃ খলিল মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩৫), আহমদ মিয়ার স্ত্রী সিরিয়া বেগম (৪০), আশিক মিয়ার স্ত্রী আয়মনা বেগম (৩০), তানজিল মিয়ার স্ত্রী সুলতানা বেগম (২৫), মৃত সজিদ উল্লাহর ছেলে সাফিক মিয়া (৪৫) প্রমুখ।
এ ঘটনায় মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে গ্রামের মৃত মনফর উল্লাহর ছেলে ছালিক মিয়া, ছুরুক মিয়া, সানুর মিয়া, মৃত আব্দুল গফুরের ছেলে সুনু মিয়া, ছালিক মিয়ার ছেলে শাহজাহান, চাদ মিয়া, হাসান মিয়া, কাপ্তান মিয়া, মৃত দুস্ত মোহাম্মদের ছেলে রাশেদ মিয়া, সিতু মিয়া, খোকন মিয়া, ইব্রাহিম মিয়া, বাদশা মিয়ার ছেলে মোকাদ্দিন মিয়া, সুনু মিয়ার ছেলে আব্দুল মমিন, আব্দুল আজিজ, বাদশা মিয়া-পিতা অজ্ঞাত, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মৃত ওয়াতির উল্লাহর ছেলে চায়না মিয়াকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন।
এদিকে এ মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে গেলে ৭নং আসামি ছালিক মিয়ার ছেলে হাসানকে আটক করলেও প্রায় একঘণ্টা পর আদালত তাকে জামিন দিয়ে দেয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী দিরাই থানার এসআই মোঃ আবুতাহের মোল্লা জানান, এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার বা অস্ত্রও উদ্ধার হয়নি। শুনেছি আজ বৃহস্পতিবার সকল আসামীগণ আদালতে আত্মসমর্পণ করেছে।