সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে টানা ৬ বছর দু’মাস সাফল্যের সাথে দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাঁকে বাংলাদেশে নিয়ে যাচ্ছি দেশের জন্যে আরো বেশী কাজ করার জন্যে।’ ২৪ সেপ্টেম্বর প্রবাসীদের সাথে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়ের এ অনুষ্ঠানে অংশগ্রহণকারি সকলে এ সময় বিপুল করতালিতে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, বস্টনের ফ্রেমিংহাম কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে চাকরি করছিলেন অধ্যাপক ড. এ কে এ মোমেন। সে অবস্থায়ী তাকে জাতিসংঘের এ দায়িত্ব অর্পণ করা হয়। দু’বছরের জন্যে ছুটি নিয়ে এ কাজে যোগদান করেন ড. মোমেন। কিন্তু বাংলাদেশ সরকার তাকে এ দায়িত্বে অব্যাহত রাখায় কলেজের ছুটির মেয়াদ বৃদ্ধি করা সম্ভব হয়নি। কলেজ কর্তৃপক্ষ তাকে এমিরিটাস প্রফেসর হিসেবে অবসর দিয়েছে। আরো উল্লেখ্য যে, দীর্ঘ ৩৬ বছর আগে উচ্চ শিক্ষার জন্যে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ড. মোমেন। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোটভাই তিনি। আসছে ৩০ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালনের পর দেশে ফিরে যাবেন বলে ইতিমধ্যেই মিডিয়াকে জানিয়েছেন ড. মোমেন। দেশে ফিরে কী করবেন-এমন জল্পনা-কল্পনা ছিল প্রবাসে। তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশে নিয়ে তাকে কী দায়িত্ব দেবেন সে ব্যাপারে স্পষ্ট কোন আভাস দেননি শেখ হাসিনা।- নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ