মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দুই উপজেলায় এক শ্রমিক ও অপর কিশোরীসহ দুই জনের লাশ উদ্যার করেছে পুলিশ।
নিহতরা হলেন জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলার খাড়াই গ্রামের আবদুল গেকিমের কিশোরী কন্যা তানজিনা বেগম (১৫।
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের রুয়াব উল্লাহর ছেওেল হোসাইন আহমদ (২৫)।
রোববার পুলিশ ও নিহতদের পারিবারীক সুত্র জানায়,দক্ষিণ সুনামগঞ্জের খাড়াই গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ লাইনের উপর থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শনিবার দুপুরে তানজিনা আহত হন। পরবর্তীতে তাকে কৈতক হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিসক তাকে মৃৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ তানজিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে জেলার জগন্নাথপুরে এরালিয়া বাজারে শাহজালাল অটোরাইস মিল শ্রমিক হোসাইন আহমদ শুক্রবার রাতে মিলের পেছনে থাকা বিদ্যুত লাইনে স্পৃষ্ট হয়ে রহস্যজনকভাবে মৃত্যবরণ করেন।
শনিবার পুলিশ লাশ উদ্যারেরপর ময়না তদেন্তর জন্য জেলা সদর হাসপাতার মর্গে পাঠায়।
রোববার জগন্নাথপুর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,ওই শ্রমিক নিহতের ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যু মামলা ডায়েরীভুক্ত করা হয়েছে।