শনিবার, ১৭ মে ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত রিক্রুট পুলিশ কনস্টেবলদের সংবর্ধনা প্রদান করেছে দিরাই থানা পুলিশ। গতকাল (বুধবার) দুপুরে দিরাই থানার কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে নিয়োগপ্রাপ্ত ২৭ জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশের কর্মকর্তাবৃন্দ। দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি কেএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও এসআই শফিকুল ইসলামের সঞ্চালনায় দিরাই থানার হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই থানার ওসি তদন্ত এবিএম দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন অভিভাবক নজরুল ইসলাম, সাধন চন্দ্র দাস, সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সোনালী আক্তার, সুজাত আহমেদ। অনুষ্ঠান শেষে নিয়োগ প্রাপ্তদের মিষ্টিমুখ করান অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, ওসি কেএম নজরুল ইসলাম।