রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলায় মৎস্য কর্মকর্তার দপ্তরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে উপজেলা মৎস্য অফিসে আয়োজিত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা গণমিলনায়তন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) বিশ্বজিত দেব।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
যুব উন্নয়ন অফিসার মাহফুজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ মোহন মিয়া চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়,কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মৎস্যজীবি মিজানুর রহমান, লিলি বেগম ও লক্ষ্মীকান্ত বৈষ্ণব প্রমুখ।
বক্তারা বলেন, দিরাইয়ে চাহিদার চেয়ে বেশি মৎস্য চাষ হচ্ছে, তারপরও দেশি মাছের আকাল রয়েছে। মাছের পোনা নিধন না করতে মৎস্য চাষীদের প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা জেলেদের বিকল্প কর্মসংস্থানের প্রতিও গুরুত্বারোপ করেন।