রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ওর জন্মের সময়ই ডাক্তাররা বলেছিল বেশিদিন বাঁচার কোনো আশা নেই। কারণ ও যে মস্তিষ্কের মাইক্রোহাইডরানেসিফাইলিয়া (Microhydranencephaly) আক্রান্ত তাতে মানুষ খুব কম দিনই বেঁচে থাকতে পারে। জটিল যে রোগে টিনি জাক্সোন নামের এই শিশুটি আক্রান্ত তাকে সহজভাবে বলে বোঝায় ওর মস্তিষ্ক অন্যদের যে অনেকটাই ছোট। তার ওপর আবার ওর মস্তিষ্কের কার্যক্ষমতাও বেশ কম। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই শিশুই তার প্রথম জন্মদিন পার করে ফেলল। প্রতিদিনই ওর স্বাস্থ্যর উন্নতি হচ্ছে। যদিও ডাক্তররা বলছেন জন্মগত এই অসুখ সারার নয়। তবে ডাক্তার ও ওষুধের খরচ এতটাই বেড়ে চলেছে ওর পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। তাই টিনির জন্মানোর ঘটনার সামনে এনে সাহায্যের কথা বলেছে তার বাবা-মা।