বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জে বন্যার্ত পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোষাক ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
এভাবে ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসির ঝিলিক ফুটিয়ে তুলতে যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়।
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে ৭১’র মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ৫নং সেক্টরের ৪নং সাব-সেক্টরের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পে বুধবার হাওর সীমান্তঘেষা বিভিন্ন গ্রামের দুই শতাধিক শিশুদের মধ্যে নতুন পোশাক, ঈদসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করা হয়।
প্রকল্পে থাকা শহীদ বীর মুক্তিযোদ্ধা সিরাজ স্মৃতি সংসদের সার্বিক তত্বাবধানে সংসদ প্রাঙ্গনে পোষাক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংসদ সভাপতি সাবেক শ্রমিক নেতা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রৌজ আলীর সভাপতিত্বে পোষাক বিতরণী পুর্ব আলোচনা সভায় ‘৭৫-এর শোকাবহ ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সব শহীদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অনুষ্ঠানে সমবেতরা সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এ সময় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, দ্য বাংলাদেশ টুডের সুনামগঞ্জ প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদ, স্বজন উপদেষ্টা ও বিশিষ্ট কয়লা আমদানিকারক মুজিবুর রহমান তালুকদার, সিলেটের দিনকাল পত্রিকার তাহিরপুর প্রতিনিধি রাহাদ হাসান মুন্না, স্বজন সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার খান নয়ন, স্বজন শিহাব সরোয়ার শিপু, অমল পাল, রামিন আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা বাবুল আহমেদ তালুকদার,স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল আহমদ রতন, শ্রমিক লীগ নেতা জিয়াউর রহমান জিয়া, দেলোয়ার হোসেন, স্বাধীন বাংলা মোটরসাইকেল চালক সমবায় সমিতির সভাপতি ছিদ্দিকুর রহমান সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।,
এর পুর্বে মঙ্গলবার দুপুরে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম প্রধান অতিথি হিসাবে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বেশ ক’জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদুল আযহার নতুন পোষাক, শিশু খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয় প্রাঙ্গনে পোষাক বিতরণকালে বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মাহবুবুর রহমান, মেডিক্যাল অফিসার (এমও) ক্যাপ্টেন মোহাম্মদ মুস্তাহিদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, দ্য বাংলাদেশ টুডের সুনামগঞ্জ প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদ, এনটিভির সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪ এর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট এ,আর জুয়েল, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার মহিলা, শিশু ও সমাজসেবা বিষয়ক সম্পাদক প্রায়ত বীর মুক্তিযোদ্ধার সন্তান সপ্রাবি শিক্ষক মনোয়ারা আজাদ, দৈনিক কালজয়ী পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি আতিকুর রহমান,নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা আমেরিকা প্রবাসী এএইচএম কায়সার,রোকসানা খানম, নিউ ইয়র্ক সিটির পিএস ১১৯ ব্রন্স’র শিক্ষার্থী হাবিতা কায়সার মম, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ আহমদ ফারুকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।