বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
অধিকৃত কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কিছুতেই কমছে না। শুক্রবার দেশ দুটির মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় এক সেনা।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের (জম্মু-কাশ্মীর) পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মর্টার শেল নিক্ষেপ ও গোলাগুলি হয়। এ সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন এক ভারতীয় জওয়ান। ভারত দাবি করছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ভারতকে লক্ষ্য করে মর্টার শেল ও গুলি ছুঁড়তে শুরু করে। এরপর ভারতও পাল্টা হামলা চালায়। এ সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন ওই জওয়ান। এ সম্পর্কে ভারতের প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। মেন্ধর মহকুমার কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, আগস্ট মাসে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘোষণার পর থেকে কাশ্মীর সীমান্তে পাক-ভারত উত্তেজনা কমছে না। প্রায়ই দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।