মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে নদ নদী খাল ছড়াসহ অন্যান্য সরকারী জলাশয় তীরবর্তী অবৈধ স্থাপনা হতে দখল উচ্ছেদ অভিযান অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ উপজেলায় ভীমখালী ইউনিয়নের লালপুর বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা জেলা প্রশাসন ও সহযোগীতায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
জানা যায়, উপজেলার লাল বাজারে ২৩টি স্থাপন উচ্ছেদ করা হয়। জামালগঞ্জ উপজেলার ধুলতা নদী ও গোচর (গোপাট)-সহ একটি বাড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব প্রদান করেন জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, নির্বাহী ম্যাজিট্রেট মো. আল আমিন, জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমছাদ বেগম, জামালগঞ্জ থানার এসআই আব্দুল মালেক খান, পাউবো জামালগঞ্জ উপজেলার এসও নেহার রঞ্জন দাস প্রমূখ।
এ উচ্ছেদ অভিযানে নদী ও সরকারী জমি দখল মুক্ত হবে সেই সঙ্গে সঙ্গে নদী পথ ও সড়কে সাধারণ মানুষের যাতায়াত বৃদ্ধি পাবে। সোমবার জেলার সব চেয়ে বড় উচ্ছেদ অভিযান অনুষ্টিত হয়েছে।