সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে সভাপতি পদে নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের প্রত্যক্ষ সমর্থন পেয়ে তিনি এই পদে নির্বাচিত হন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তাহের মোঃ কামরুল হাসান,এর সভাপতিত্বে, সঞ্চালনায় বিদ্যালয়ের আহব্বায়ক ও প্রধান শিক্ষক মোঃনজরুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন, দাতা সদস্য সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, অভিবাবক সদস্য
ইলিয়াসুর রহমান বাবুল, সাংবাদিক মোঃমোবারক হোসাইন, শাহ জাহান মিয়া, মাওঃহোসাইন আহমদ, মোছাঃ আসমা আক্তার
শিক্ষক প্রতিনিধি মাওঃ রফিকুল ইসলাম, মোছাঃঝর্না জাফরিন, পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহ জাহান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মোহন, যুবলীগ নেতা আকিক নুর খাঁন পাঠান প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি বলেন ,শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষার কোন বিকল্প নাই, এই স্কুল কে উপজেলার একটি মডেল স্কুল হিসেবে রুপান্তরিত করব ইনশাআল্লাহু।