রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদেরকে গণহত্যা, মসজিদকে ভেঙে ফেলা, মুসলমানদের বাসা বাড়িতে হামলার ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জোহর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট জামে মসজিদ ময়দান হতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীগণ সমবেত হয়ে উপজেলার ঈমান আকিদা সংরক্ষণ পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের হাসপাতাল, কলেজ, থানা, সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন সড়কে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এরপর এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ভারতে মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন সিএএ-এর প্রতিবাদ করায় দেশটির রাজধানী দিল্লিতে মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে। আল্লাহ তায়ালার ঘর মসজিদকে ভেঙে তাতে গেরুয়া পতাকা উড়িয়েছে। এসব ঘটনার নিন্দা ও ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। আমরা লক্ষ্য করছি, গুজরাটের কসাইখ্যাত মোদি সরকার আবারো মুসলিম হত্যার হোলি খেলায় মেতে উঠেছে।
বক্তারা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উগ্রবাদী ও কট্টর ইসলামবিদ্বেষী আখ্যায়িত করে আরো বলেন ‘ভারতের মুসলমানদের ওপর রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি সরকার। গো-হত্যার মিথ্যা অভিযোগ তুলে বিভিন্ন সময়ে মুসলমানদের ওপর যেসব হত্যা নির্যাতন চালানো হচ্ছে সেখানে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কাশ্মীরে ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা চালাচ্ছে এই জালেম মোদি সরকার। এবার তারা মুসলমানদেরকে দেশছাড়া করার হীন উদ্দেশ্যে মুসলিমবিরোধী নাগরিকত্ব বিল পাশ করেছে।
৯০ শতাংশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের জনগণ ঐতিহাসিক ‘মুজিব বর্ষে’ রাষ্ট্রীয় অতিথি হিসাবে মোদিকে দেখতে চায় না। আশা করি এ ব্যাপারে সরকারের শুভবুদ্ধির উদয় হবে।’অন্যথায় যে কোন মুল্যে সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লীদের নিয়ে বাংলাদেশে মোদির আগমনকে প্রতিহত করার ঘোষণা দেন ঈমান আকিদা সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্ধ।
প্রতিবাদ সমবেশে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা সফিউল্লাহ মাওলানা এম সালমান আহমদ সুজন, হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ।