বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ইয়েমেনের এডেন শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এডেন শহরের পশ্চিম অংশে অবস্থিত কাসর হোটেলের প্রবেশ পথে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। নিহতদের বেশিরভাগই হোটেলটির পাহারায় নিয়োজিত সংযুক্ত আরব আমিরাতের সৈন্য বলে মনে করা হচ্ছে। এছাড়া, ইয়েমেনের পলাতক সাবেক প্রধানমন্ত্রী খালেদ বাহাসহ দেশটির সাবেক সরকারের বহু কর্মকর্তা ওই হোটেলে অবস্থান করছিলেন। হামলার পরপরই প্রধানমন্ত্রী বাহাসহ সাবেক কর্মকর্তাদের হেলিকপ্টারের মাধ্যমে অক্ষত অবস্থায় অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলে কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলায় অজ্ঞাত সংখ্যক ব্যক্তি আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলটিতে এখনো আগুন জ্বলছে এবং সেখানে অনেক অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা গেছে। এদিকে, সৌদি বাহিনী ইয়েমেনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত আগ্রাসন চালানোর পরিপ্রেক্ষিতে দেশটির সরকারি সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা এডেন শহরের দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েমেন থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, এডেন প্রদেশের আল মানসুরা এলাকায় পলাতক সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী এবং ইয়েমেন বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এছাড়া (মঙ্গলবার) ইয়েমেনের সেনাবাহিনী এডেন প্রদেশের রা’সালআরাহ এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছে বলে খবর পাওয়া গেছে।