শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
দিরাইয়ে স্বপ্রণোদিত হয়ে দুটি পাড়াকে ‘লকডাউন’ ঘোষণা

দিরাইয়ে স্বপ্রণোদিত হয়ে দুটি পাড়াকে ‘লকডাউন’ ঘোষণা

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
করোনা ভাইরাসের ভয়াবহতা ঠেকাতে ও নিজেদের মধ্যে জনসচেতনতা গড়ে তুলতে সুনামগঞ্জের দিরাই পৌরসভার দুটি পাড়ার বাসিন্দারা নিজেদের উদ্যোগে ‘লকডাউন’ ঘোষণা করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভার দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোড ও আরামবাগ রোডের যুবকরা স্বপ্রণোদিত হয়ে এ লকডাউনের ঘোষণা দেন।
জানা যায়, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোড নিবাসী কাওসার সর্দার, প্রভাকর দাস, কানন, সনি কান্তি তালুকদার, রনি কান্তি তালুকদার, পারভেজ মিয়া, সাজু মিয়া, অনুপম দাস, নাজু, রাজিব, রুবেল, মৃদুল এবং আরামবাগ নিবাসি, দিরাই সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফের উদ্যোগে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন সাবেক কাউন্সিলর ও দিরাই সাংবাদিক ফোরামের সভাপতি ইয়াহিয়া চৌধুরী, দিরাই সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ইকবাল আহমদ, মিলাদ, মোঃ মোস্তাহার মিয়া মোস্তাক, জাকির, জোহান, নূরে আলম, সাজু, লিমন, ইফতি প্রমুখ।
এদিকে আরামবাগের লকডাউন এলাকা পরিদর্শন করেছেন দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া। তিনি এ মহতি কাজকে ধন্যবাদ দিয়েছেন বলে এলাকার লোকজন জানিয়েছেন।
দিরাইয়ে করোনা ভাইরাসের বিষয়ে সর্বশেষ তথ্য জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফি উল্লাহ এ প্রতিবেদককে জানান, এখন পর্যন্ত দিরাইয়ে কেউ আক্রান্ত হয়নি, পরিস্থিতি এখনও ভালো আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিরাইয়ে ব্যক্তিগতভাবে দুটি পাড়ার লোকজন লকডাউন দিয়েছে, এতে কোন সমস্যা নেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com