শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার:
মৌলভী আব্দুশ শহিদ, গ্রাম: ভুরাখালী। চন্ডিপুর জামে মসজিদে প্রায় দেড় যুগ ধরে সুনামের সাথে মুয়াজ্জিন হিসাবে দ্বীনের খেদমত করে আসছেন। কিন্তু বর্তমানে তিনি দুরারোগ্য ব্যধি টিউমারে আক্রান্ত হয়ে খুবই অসুস্থ অবস্থায় আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খুব তাড়াতাড়ি টিউমার অপারেশন না করালে আরো জটিল আকার ধারন করবে। এমতাবস্থায় অপারেশন অপরিহার্য হয়ে পড়ছে। কিন্তু অপারেশন করানো মুয়াজ্জিন সাহেবের সামর্থের বাহিরে। বিশেষ করে চন্ডিপুর গ্রামের বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন মুয়াজ্জিন সাব।
আর হাদিসে এসেছে, রাসুলুল্লাহ বলেছেন, তোমরা জগত বাসীর উপর দয়া কর আল্লাহ তোমাদের দয়া করবেন। অন্য হাদিসে নবীজি বলেছেন, সাদাকা আল্লাহর গজবকে নিভিয়ে দেয়, তাই আসুন,আল্লাহর দয়া পাবার আশায়, নিজকে বিপদ আপদ থেকে রক্ষায় বিপদগ্রস্ত মুয়াজ্জিন সাহেবকে সহযোগিতা করি, মানুষের বিপদে এগিয়ে আসার আমাদের ঐতিহ্য রক্ষা করি, পবিত্র রমজানে দান করে অধিক নেকী অর্জন করি।
নিচে যোগাযোগ এবং বিকাশ নাম্বার দেয়া হলো:
মাওলানা আমিরুল ইসলাম, ইমাম চন্ডিপুর জামে মসজিদ-০১৭৫১০৩৫২৯৪, হাফিজ ইয়াহইয়া বিন হাবীব-০১৭১৯৮৯৩৯৪৩, মাওলানা শিহাব উদ্দিন- ০১৭২৮২৯৩০৮৭, মাওলানা মুস্তাফিজুর রহমান-০১৭১৪৯১৩৫১৮।