শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের আরও একজন করোনা পজেটিভ ধরা পড়েছে, তার নাম গোলাম কিবরিয়া বলে জানা গেছে। তিনি হাসপাতালের টিবি লেপ্রসি এসিসটেন্ট করোনা সিম্পল সংগ্রহকারী (টেকনিশিয়ান)।
করোনা ভাইরাসের নমুনা পাঠানোর পর আজ সোমবার তার রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে শুধুমাত্র দিরাই হাসপাতালে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো চারজন। ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, আমাদের পাঠানো নমুনা আজকে যে রিপোর্ট এসেছে, তাতে দিরাই হাসপাতালের একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উল্লেখ্য, এ পর্যন্ত দিরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয়জন।