শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সিলেটনগরীর কাজলশাহ থেকে নিখোঁজ তিনটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন-কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ। উদ্ধারের পর তাদেরকে থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ওসি। ওসি বলেন,এ ঘটনায় দুলাল ও তার স্ত্রী সেলিনার ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে। এরই মধ্যে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদও করেছে। কোতয়ালী থানায় দায়ের জিডিতে উল্লেখ করা হয়, ঢাকা জেলার লৌহজং থানাধীন বিক্রমপুর গ্রামের বাসিন্দা, প্রাণ আরএফএল গ্রুপের কর্মচারী ও বর্তমানে সিলেট নগরীর কাজলশাহ এলাকার ৪৩/১ নং বাসার বাসিন্দা দুলাল আহমদের ৩ শিশু সন্তান আছিয়া বেগম (১২), ছাদিয়া বেগম (৮) ও ইরহাম (৩) গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ হয়। দুলাল আহমদের স্ত্রী সেলিনা বেগম ঐ শিশুদের রেখে বুধবার সন্ধ্যায় পাশের বাসায় বেড়াতে যান। আধা ঘন্টা পর তিনি বাসায় ফিরে দেখেন বাসার জিনিষপত্র এলোমেলো ও শিশুরা ঘরে নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি আশপাশের লোকজনকে জানালে সবাই খোাঁজাখুঁজি করেও শিশু ৩টিকে কোথাও খুঁজে পাননি। পরদিন বৃহস্পতিবার তারা এলাকায় মাইকিং করেন ও থানায় জিডি করেন। শুক্রবার কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানিয়েছিলেন, দুলাল আহমদ তিনটি বিয়ে করেছেন। নিখোঁজ হওয়া সন্তান তিনটি তার আগের স্ত্রী’র। সৎ মা’র নির্যাতনে অতিষ্ঠ হয়ে সন্তান তিনটি নিরুদ্দেশ হয় বলে তারা ধারণা করছিলেন।