শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : বর্তমান ফুটবল বিশ্বে প্রায় পেলে ও ম্যারাডোরনার মতো খেলোয়াড় একজনই আছেন। আর তিনি হলেন লিওনেল মেসি। এ কথা বললেন স্বয়ং ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি ফুটবরার পেলে। আগেও তিনি এমনটা বলেছেন। আর এবার ভারতের কলকাতা সফরে একই কথা বললেন। তিনবারের বিশ্বকাপজয়ী এ তারকা দ্বিতীয়বারের মতো কলকাতায় এসেছেন রবিবার। সেখানে প্রথমদিন তিনি ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন। তবে ভারত ফুটবল দলের সাবেক অধিনায়ক চুনী গোস্বামীর কিছু কথার উত্তর দিয়েছেন। আর সেখানেই এমন মন্তব্য করেছেন ফুটবল সম্রাট পেলে।বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিকে তিনি কিভাবে মূল্যায়ন করেন, এমন প্রশ্নের জবাবে পেলে বলেন, ‘বর্তমানে বিশ্ব ফুটবলে একজনই আমার আর ডিয়েগো ম্যারাডোনার প্রায় সমকক্ষ রয়েছে। আর সে হলো লিওনেল মেসি।’ পেলেকে এ সময় তিনটি প্রশ্ন করেন চুনী গোস্বামি। অবশ্য মেসিকে নিয়ে এ প্রশ্নটি ছিল সবার শেষে। এর আগে পেলেকে অভ্যর্থনা জানিয়ে তাকে জিজ্ঞেস করেন, আপনাকে দেখে খুব অসুস্থ লাগছে। আপনি কি একন ফুটবল খেলতে পারবেন? জবাবে পেলে বলেন, ‘না ভাই, আমি এখন ফুটবল খেলতে পারবো না। ফুটবল খেলার মতো অবস্থায় আমি নেই।’
পেলকে এদিন খুব অসুস্থ দেখাচ্ছিল। হাঁটতে অসুবিধা হয় বলে তিনি সঙ্গে করে ওয়াকিং স্টিক এনেছেন।
পেলেকে চুনী গোস্বামির তৃতীয় প্রশ্ন ছিল তার দেশের বর্তমান ফুটবল নিয়ে। সাম্প্রতিক ব্রাজিল ফুটবলের করুণ-দশা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ব্রাজিলের বর্তমান দলে স্কিলফুল খেলোয়াড়ের অভাব রয়েছে। জাতীয় দলে আরো ভাল খেলোয়াড় তুলে আনতে হবে।’ ফুটবল সম্রাটের সঙ্গে কথা বলে চুনী গোস্বামী আরো বলেন, ‘তাকে দেখে আমার একটু খারাপই লাগল। আমার থেকে সে ৪ বছরের ছোট। কিন্তু এখন তাকে বেশ অসুস্থ মনে হয়েছে।’